ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৮ জানুয়ারি ২০২৫

English

সারাদেশ

চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী থেকে

প্রকাশিত: ১৫:৪৭, ৬ জানুয়ারি ২০২৫

চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার

ছবি: উইমেনআই২৪ ডটকম

চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের স্থগিত কমিটির সদস্য সচিব সাহেব উদ্দিন ওরফে রাসেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

৫ জানুয়ারি (রবিবার) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাসেল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের অনুসারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অডিও ক্লিপের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের স্থগিত কমিটির সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮দিন আগে উপজেলার কাদরা ইউনিয়নের বাসিন্দা ও ঠিকাদার খন্দকার মুকুলের কাছে যুবদল নেতা রাসেলের চাঁদা দাবির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় কমিটির নজরে এলে তারা তদন্ত করে এ সিদ্ধান্ত নেয়। এদিকে সোমবার সকালে সেনবাগ দক্ষিণ বাজারে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন বহিষ্কৃত যুবদল নেতা রাসেল।  

এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত যুবদল নেতা সাহাব উদ্দিন রাসেল চাঁদা দাবির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, উপজেলায় গ্রুপ রাজনীতি আছে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগে তিনি বহিষ্কার হন। তিনি পুনরায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় যুবদল একটি অভিও ক্লিপের ভিত্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।  

ইউ

টিউলিপের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে  বিএফআইইউর চিঠি

স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ২২ ফ্ল্যাট, বাড়ি ও জমি জব্দের নির্দেশ

স্টলভাড়া কমানোর দাবি প্রকাশকদের

পোস্টারে ‘জুলাই অভ্যুত্থান’ প্রদর্শনীর উদ্বোধন 

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

সাঁওতাল নারী লাঞ্ছনা ও বাড়িত অগ্নিকান্ড: শাস্তি দাবি ৪৭ নাগরিকের

‘নকশীকাঁথার জমিন’ এর বিশেষ প্রদর্শনী

শিল্প খাতে গ্যাসের দাম দেড়গুণ বাড়তে পারে

অধ্যাপক আনিসুর রহমানের প্রয়াণে শিল্পকলার শোক 

দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক গণতন্ত্রীকরণের উপর গুরুত্বারোপ

নতুন বই নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় প্রাণহানি ৫