ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ০৭ জানুয়ারি ২০২৫

English

সারাদেশ

বেতন বাড়ানোর দাবি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:৪৪, ৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

সংগৃহীত ছবি

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় বিক্ষোভ হয়েছে। পরে আশপাশের ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানা শ্রমিক ও স্থানীয়রা জানায়, রোববার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরের জিরানী বাজার এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানা শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা চন্দ্রা-কালিয়াকৈর নবীনগর মহাসড়কে নেমে আসেন।
সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধির প্রস্তাবনায় রয়েছে- যাদের চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হয়নি, তাদের বেতন বাড়ানো হবে না। কিন্তু ওই কারখানার শ্রমিকেরা দাবি জানান, অন্যদের বেতন বাড়ানো হলে তাদেরও বাড়াতে হবে।

এমন দাবি তুলে তারা বিক্ষোভ শুরু করেন। তাদের সাথে এক বছরের বেশি সময় ধরে চাকরি করেন, এমন শ্রমিকেরাও যোগ দেন। ‌তাদের এই দাবির পাশাপাশি অন্যান্য কারখানার সামনে গিয়ে সেসব কারখানার শ্রমিকদেরও একই দাবিতে নেমে আসার আহ্বান জানান। ‌এমন পরিস্থিতিতে আশেপাশের অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, "তাদের বিক্ষোভের কারণে কিছু সময় চন্দ্রা- নবীনগর মহাসড়কের যান চলাচল ব্যাহত হয়। আইরিশ ফ্যাশন কারখানার শ্রমিকদের আন্দোলনের জেরে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। কারখানা এলাকায় বিপুলসংখ্যক শিল্পপুলিশ মোতায়ন রয়েছে।"

'আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের এখনো কোনো সমস্যার সমাধান হয়নি। মালিক পক্ষ সমস্যা সমাধানের চেষ্টা করছে,' বলেন তিনি।

আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের দাবি, কারখানায় পুরাতনদের বেতন বৃদ্ধি করা হলে নতুনদের বেতন বাড়াতে হবে। এ দাবিতে আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে তারা আশপাশের ১৫ কারখানার সামনে বিক্ষোভ করেন। ওই কারখানাগুলোর কর্তৃপক্ষ তাদের কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।

তারা আরও জানান, আগে যারা চাকরি নিয়েছেন তারাও শ্রমিক, আমাদের যাদের ৭-৮ হয়ে মাস হয়েছে তারাওতো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করা হলে আমাদেরও করতে হবে।

এ বিষয়ে কথা বলতে আইরিশ ফ্যাশন লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

আশপাশের ছুটি ঘোষিত ১৫ কারখানার নাম জানাতে পারেনি শিল্প পুলিশ।

//এল//

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় প্রাণহানি ৫

ঢাকায় ইআইবির ভাইস প্রেসিডেন্ট 

রাষ্ট্রপতি ও তার ক্ষমতা নিয়ে নাগরিক কমিটির প্রস্তাবনা

৪০ বছর ভারতে থেকে নাগরিকত্ব পেলেন বাংলাদেশি নারী

হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা

ঢাকায় পৌঁছালেন কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি

২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

পুরানা পল্টনের ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ

খালেদা জিয়ার লন্ডনযাত্রা: সড়কে জনদুর্ভোগ এড়াতে নির্দেশনা

পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো