ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৮ জানুয়ারি ২০২৫

English

সারাদেশ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

একাধিক কারখানায় ছুটি ঘোষণা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৫৯, ৫ জানুয়ারি ২০২৫

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ছবি সংগৃহীত

গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে রবিবার (৫ জানুয়ারি) আশপাশের বেশ কয়েকটি কারখানায় কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, সরকার ঘোষিত ৯ শতাংশ বাৎসরিক বেতন বাড়ানোর নীতিমালার আওতায় নতুন কর্মী, অর্থাৎ যাদের চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হয়নি, তাদেরও বেতন বাড়াতে হবে।

একজন শ্রমিক আশরাফুল ইসলাম বলেন, ‘আগের কর্মীরা শ্রমিক হলে আমরা যারা নতুন তারাও শ্রমিক। তাদের বেতন বাড়লে আমাদেরও সমান অধিকার থাকা উচিত।’ একই ধরনের দাবি জানিয়ে শ্রমিক নাজমুল করিম বলেন, ‘আমাদের দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাব।’

শ্রমিকদের বিক্ষোভ আশপাশের কারখানাগুলোতেও প্রভাব ফেলে। প্রতিবাদকারীরা অন্যান্য কারখানার সামনে অবস্থান নিয়ে কার্যক্রমে বাধা দিলে, বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, ‘শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করলেও কোনো ধরনের ভাঙচুর বা সহিংসতা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সরকারি নীতিমালা অনুযায়ী, যেসব শ্রমিকের চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হয়নি, আওতাভুক্ত না হওয়ায় তাদের বেতন বাড়বে না। তবে শ্রমিকরা এই নীতিমালা পরিবর্তনের দাবি জানিয়ে বলছেন, সব কর্মীর জন্য একই নীতি প্রয়োগ করা উচিত।

বিক্ষোভের জেরে কারখানার মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। শিল্প পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে এবং উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে।

বেতন বাড়ানোর দাবি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রশ্নে গুরুত্বপূর্ণ হলেও নীতিমালার সীমাবদ্ধতা এ ধরনের আন্দোলনের জন্ম দিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে বিক্ষোভ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইউ

টিউলিপের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে  বিএফআইইউর চিঠি

স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ২২ ফ্ল্যাট, বাড়ি ও জমি জব্দের নির্দেশ

স্টলভাড়া কমানোর দাবি প্রকাশকদের

পোস্টারে ‘জুলাই অভ্যুত্থান’ প্রদর্শনীর উদ্বোধন 

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

সাঁওতাল নারী লাঞ্ছনা ও বাড়িত অগ্নিকান্ড: শাস্তি দাবি ৪৭ নাগরিকের

‘নকশীকাঁথার জমিন’ এর বিশেষ প্রদর্শনী

শিল্প খাতে গ্যাসের দাম দেড়গুণ বাড়তে পারে

অধ্যাপক আনিসুর রহমানের প্রয়াণে শিল্পকলার শোক 

দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক গণতন্ত্রীকরণের উপর গুরুত্বারোপ

নতুন বই নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় প্রাণহানি ৫