ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ০২ জানুয়ারি ২০২৫

English

সারাদেশ

বানারীপাড়ায় দৃর্বৃত্তদের হামলায় পক্ষাঘাতগ্রস্ত রোগী গুরুতর আহত

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) থেকে

প্রকাশিত: ১৮:২৪, ৩০ ডিসেম্বর ২০২৪

বানারীপাড়ায় দৃর্বৃত্তদের হামলায় পক্ষাঘাতগ্রস্ত রোগী গুরুতর আহত

ছবি: উইমেনআই২৪ ডটকম

বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আ. জলিল (৫০) নামের পক্ষাঘাতগ্রস্থ এক রোগীকে মুখোশধারী দুর্বৃত্তরা বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে। ২৯ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় এ অমানবিক ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে  ব্রেন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ আ. জলিলের বাসায় ৫/৬ জন মুখোশধারী দুর্বৃত্ত প্রবেশ করে তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার শিশুপুত্র আব্দুর রহমানের ডাক চিৎকার শুনে প্রতিবেশীর ঘরে থাকা স্ত্রী রিমা বেগম ও বড় ছেলে অনীক ছুটে আসেন। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে মুখোশধারী দুর্বৃত্তরা বাসার পিছনের বাগান থেকে দৌঁড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আ. জলিলকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত আব্দুল জলিলের স্ত্রী রিমা বেগম জানান, ওই এলাকার ইউনুসসহ কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। সম্প্রতি গাছ বিক্রিতে তারা বাঁধা দেয়। এনিয়ে থানায় শালিসী চলমান রয়েছে। এর আগেও তার স্বামীকে একাধিকবার পিটিয়ে আহত করা হয়েছে। গাছে বেঁধেও তাকে নির্যাতন করা হয়েছে। হামলায় মাথায় আঘাতের কারনে ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্থ অবস্থায় রয়েছেন। ওই একই চক্র মুখোশ পড়ে এবারও তার ওপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্তে নিরাপত্তা প্রশ্নে মমতার বক্তব্যে তীব্র রাজনৈতিক বিতর্ক

কড়াইল বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারকে আর্থিক সহায়তা 

খসড়া তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

সাদাত হোসাইনের নতুন উপন্যাস ‘শঙ্খচূড়’ (দ্বিতীয় খণ্ড)

আয়শা খানম আমৃত্যু নিজেকে তৈরি করেছেন

ভ্যাট বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

টিকিট না পেয়ে ভাঙচুর এবং কাউন্টারে আগুন দিলো দর্শকরা

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

চিন্ময়কে আদালতে তোলা হবে আজ

ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

 মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘মাচয়ইং’

হাসনাতসহ তিনজনের ফেসবুক আইডি হঠাৎ উধাও, বাকিদেরটা ডিসঅ্যাবলড

ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা

কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনজীবন

‘২০২৪ সালে হত্যার শিকার ৫২৮ নারী ও মেয়েশিশু’