ছবি: উইমেনআই২৪ ডটকম
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, ‘২০২৫ সালের মধ্যে শিক্ষার মান উন্নয়নে ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে পাঠদানের গুণগত মান নিশ্চিত করার জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শাফিউল আলম এছাড়াও উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সভায় অংশগ্রহণ করেন।
ইউ