ঢাকা, বাংলাদেশ

সোমবার, অগ্রহায়ণ ৩০ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪

English

সারাদেশ

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায়  ৪ জনের প্রাণহানী 

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১১:৪০, ১২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায়  ৪ জনের প্রাণহানী 

সংগৃহীত ছবি

গাজীপুরে কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।


পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি বেপরোয়া ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পেছনে লেগে দুই গাড়ির মাঝখানে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।


এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অন্য তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফরহাদ বলেন, রাত দুই দফায় মোট চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।


তিনি আরও বলেন, সবাইকে মৃত অবস্থায় আনা হয়। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা রয়েছে।


এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


তিনি আরও বলেন, এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

//এল//

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান

নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: রিজওয়ানা

১৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

এসএসসি ও সমমান ফরম পূরণের সময় বাড়ল

মহান বিজয় দিবসে জাতীয় কর্মসূচি গ্রহণ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা রিমান্ডে

টি-টোয়েন্টি আমাদের জন্য সবসময় কঠিন: লিটন দাস

গানে কবিতায় শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি

যোগ্য হয়েও প্রাপ্য সম্মান পাইনি: মৌসুমী হামিদ

শেষ রাতে পুলিশি টহল বাড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

শেখ হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার লোপাট: অনুসন্ধানে রুল

পিলখানা হত্যাকাণ্ড: আপাতত কমিশন গঠন করছে না সরকার

’’কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব’’ উক্তি: বেগম রোকেয়া

সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন খালেদা জিয়া

পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে যে চুক্তি ও সমঝোতা হলো