সংগৃহীত ছবি
গাজীপুরে কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি বেপরোয়া ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পেছনে লেগে দুই গাড়ির মাঝখানে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অন্য তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফরহাদ বলেন, রাত দুই দফায় মোট চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
তিনি আরও বলেন, সবাইকে মৃত অবস্থায় আনা হয়। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
//এল//