সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে লেহেম্বা চাপোড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে প্রশ্নত্তোর পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার নেজামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রকিবুল হাসান, ঠাকুরগাঁও জেলা ডেপুটি জেনারেল ম্যানেজার আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারী রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক মাহবুব আলম, বিভিন্ন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: উঠান বৈঠকে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ,ঝামেলা মুক্ত বিদ্যুৎ বিল সরবরাহ, মিটার ভাড়া এবং কৃষকের ট্রান্সফরমার ফ্রী প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
//এল//