ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, অগ্রহায়ণ ৬ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪

English

সারাদেশ

বেতনের আশ্বাসে তিন দিন পর গাজীপুরের সড়ক ছাড়লেন শ্রমিক

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ১১ নভেম্বর ২০২৪

বেতনের আশ্বাসে তিন দিন পর গাজীপুরের সড়ক ছাড়লেন শ্রমিক

ছবি সংগৃহীত

গাজীপুরের মোগরখাল এলাকায় অবস্থিত টিঅ্যান্ডজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টানা তিন দিনের অবরোধ প্রত্যাহার হয়েছে এর মাধ্যমে ৫৩ ঘণ্টা পর অবরোধ মুক্ত হলো মহাসড়কটি। 

৯ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অবরোধ সোমবার (১১ নভেম্বর) দুপুর দুইটার দিকে প্রত্যাহার হয়। এরপরই যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের অডিও বার্তা দিয়ে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেন। 

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে শ্রমিকদের পাওনার ছয় কোটি টাকার ব্যবস্থা করবে সরকার। বাদ বাকি পাওনা দিয়ে পরিশোধের ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক ও মালিকপক্ষ পক্ষের বৈঠক হবে। 

তিনি আরো জানান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়ার নেতৃত্বে কারখানা শ্রমিকদের পাঁচ সদস্যের টিম মন্ত্রণালয় বৈঠক করতে যাবেন। সেখানেই আলাপ-আলোচনা করে বকেয়া মেটানোর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 

এমন আশ্বাসের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, বিজেপি সদস্য ও শিল্প পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই অবরোধ স্থলের দুই দিকে দীর্ঘ যানজটে থাকা যানবাহন আস্তে আস্তে চলতে শুরু করে। 

সোমবার সকালে সড়ক অবরোধ শুরু হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এর আগে রাতভর সড়কেই ছিলেন শ্রমিকরা। তার আগে শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা তাদের দাবি নিয়ে মহাসড়কে নেমে আসেন।

শ্রমিকেরা বলেন, যতোক্ষণ পর্যন্ত তাদের তিন মাসের বকেয়া বেতন আদায় না হবে, ততোক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। তবে বেতন পরিশোধের আশ্বাসে সড়ক থেকে সরে এলেন তারা।

এদিকে, এই কারখানার আন্দোলনের জেরে আশপাশের এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।  

ইউ

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া

সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না

দায়িত্ব নিলেন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার

অনিয়ম রোধে রেলে যুক্ত হলেন ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

জ্বালানি তেলের দাম ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব: সিপিডি

জ্বালানি তেলের দাম ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব: সিপিডি

রিকশাচালকদের সরিয়ে দিলো সেনাবাহিনী, যানচলাচল শুরু

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

শেখ হাসিনার পক্ষে আদালতে দাঁড়াতে চান জেড আই খান পান্না

চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ পেলেন টবি ক্যাডমান

কাল্পনিক চরিত্রের সঙ্গে ৬ বছরের সংসার যুবকের!

ইসরায়েলকে রক্ষায় জাতিসংঘে ৪৯ বার ভেটো যুক্তরাষ্ট্রের!

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে