ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, কার্তিক ২৯ ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪

English

সারাদেশ

বেতনের আশ্বাসে তিন দিন পর গাজীপুরের সড়ক ছাড়লেন শ্রমিক

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ১১ নভেম্বর ২০২৪

বেতনের আশ্বাসে তিন দিন পর গাজীপুরের সড়ক ছাড়লেন শ্রমিক

ছবি সংগৃহীত

গাজীপুরের মোগরখাল এলাকায় অবস্থিত টিঅ্যান্ডজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টানা তিন দিনের অবরোধ প্রত্যাহার হয়েছে এর মাধ্যমে ৫৩ ঘণ্টা পর অবরোধ মুক্ত হলো মহাসড়কটি। 

৯ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অবরোধ সোমবার (১১ নভেম্বর) দুপুর দুইটার দিকে প্রত্যাহার হয়। এরপরই যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের অডিও বার্তা দিয়ে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেন। 

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে শ্রমিকদের পাওনার ছয় কোটি টাকার ব্যবস্থা করবে সরকার। বাদ বাকি পাওনা দিয়ে পরিশোধের ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক ও মালিকপক্ষ পক্ষের বৈঠক হবে। 

তিনি আরো জানান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়ার নেতৃত্বে কারখানা শ্রমিকদের পাঁচ সদস্যের টিম মন্ত্রণালয় বৈঠক করতে যাবেন। সেখানেই আলাপ-আলোচনা করে বকেয়া মেটানোর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 

এমন আশ্বাসের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, বিজেপি সদস্য ও শিল্প পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই অবরোধ স্থলের দুই দিকে দীর্ঘ যানজটে থাকা যানবাহন আস্তে আস্তে চলতে শুরু করে। 

সোমবার সকালে সড়ক অবরোধ শুরু হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এর আগে রাতভর সড়কেই ছিলেন শ্রমিকরা। তার আগে শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা তাদের দাবি নিয়ে মহাসড়কে নেমে আসেন।

শ্রমিকেরা বলেন, যতোক্ষণ পর্যন্ত তাদের তিন মাসের বকেয়া বেতন আদায় না হবে, ততোক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। তবে বেতন পরিশোধের আশ্বাসে সড়ক থেকে সরে এলেন তারা।

এদিকে, এই কারখানার আন্দোলনের জেরে আশপাশের এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।  

ইউ

৩ হাজার কোটি টাকার সরকারি গ্যারান্টি পাচ্ছে আইসিবি

বিশ্বে ডলারের দাম বেড়ে ৬ মাসে সর্বোচ্চ

এবার একুশে বইমেলা কোথায়, জানালেন উপদেষ্টা ফারুকী

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

ইসলামী ব্যাংকের কাঁচপুর শাখা স্থানান্তর

আইভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল

পঙ্গু হাসপাতালে আহতদের ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে শার্শা সীমান্তে ৩ বাংলাদেশি নারী আটক

পৃথিবীর সুরক্ষায় জিরো কার্বনভিত্তিক জীবনধারার আহ্বান ড. ইউনূসের

বাজারে এত বিশৃঙ্খলা ট্যাক্স কমিয়েও দাম কমছে না: অর্থ উপদেষ্টা

প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায়

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: উপদেষ্টা নাহিদ

২৪ ট্রেন লিজের চুক্তি বাতিল

কমেছে স্বর্ণের দাম