ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ০২ জানুয়ারি ২০২৫

English

সারাদেশ

বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫০, ৯ নভেম্বর ২০২৪

বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। 

শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টার পর টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর আগে গত মঙ্গলবার তারা একই দাবিতে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

এদিকে অবরোধের কারণে সকাল থেকেই মহাসড়কটিতে যান চলাচল বন্ধ। ফলে কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, টি অ্যান্ড জেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের গত কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে শ্রমিকরা বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করছে না। ফলে শনিবার সকালে কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে জড়ো হন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

শ্রমিক শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের বেতন না দিয়েই কারখানা বন্ধ রেখেছে। এজন্য আমরা আন্দোলনে নেমেছি। আমাদের দাবি মেনে নিলে মহাসড়ক ছেড়ে দেব।’

এ বিষয়ে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, টি অ্যান্ড জেড কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘কারখানার মালিক আমাদের দিয়ে কয়েকবার বেতন দেয়ার সময় দিয়েছে। কিন্তু মালিক সেই কথা রাখেনি। মালিককে নিয়ে বিজিএমইএ ভবনে বৈঠক হয়েছে তারপরও বেতন দিচ্ছে না। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রমিক আন্দোলনসহ নানা কারণে আজ জেলার ১০টি কারখানা বন্ধ আছে বলে জানান তিনি।

ইউ

প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত

সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন গণঅভ্যুত্থানে আহতরা

তীব্র শীতের মধ্যেই বৃষ্টির খবর জানাল আবহাওয়া অফিস

ব্লু টিক বিহীন উপদেষ্টা আসিফের ফেসবুক আইডি সচল

শাহবাগে গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ

জামায়াত কোন সেক্টরে যুদ্ধ করেছে, প্রশ্ন রিজভীর

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন

শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ

নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: উপদেষ্টা শারমীন

শৈত্যপ্রবাহে ইন্টারনেট ধীরগতির কারণ: প্রযুক্তিগত বিশ্লেষণ

ইউপি নারী সদস্যকে হত্যার ঘটনায় ডিসির কাছে স্মারকলিপি প্রদান

আহসান হাবীবের অভিযাত্রা নিঃসঙ্গ এবং নিঃশঙ্ক

সীমান্তে নিরাপত্তা প্রশ্নে মমতার বক্তব্যে তীব্র রাজনৈতিক বিতর্ক

কড়াইল বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারকে আর্থিক সহায়তা 

খসড়া তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ