ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, পৌষ ১১ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪

English

সারাদেশ

উজিরপুরে যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

তামিম সরদার, পিরোজপুর থেকে

প্রকাশিত: ১৭:২৯, ৬ নভেম্বর ২০২৪

উজিরপুরে যুবদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: উইমেনআই২৪ ডটকম

বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র কুরআন শরীফ অবমাননা ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. রবিউল সরদারের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় গুঠিয়া বন্দরে বরিশাল-বানারীপাড়া সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল  করা হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পবিত্র আল-কোরআন ও শিক্ষকদের অবমাননা করায় যুবদল নেতা রবিউল সরদারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলেও তারা হুশিয়ারি দেন। এদিন বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষার্থীরা, স্মারকলিপি প্রদান করে।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর সকালে উপজেলার গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষক ও অভিভাবক সদস্যদের সভা চলাকালীন সময়ে ম্যানেজিং কমিটির সদস্য রবিউল সরদার অফিস কক্ষের টেবিলের উপর লাফ দিয়ে উঠে বসে পড়েন। ওই টেবিলের উপর পবিত্র কুরআন শরীফ রাখা ছিলো। এ ব্যাপারে গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, অভিভাবক সদস্য ও শিক্ষকদের নিয়ে আমার অফিস কক্ষে মিটিং করছিলাম। ওই মুহূর্তে ম্যানেজিং কমিটির সদস্য রবিউল সরদার এসে টেবিলের উপর লাফ দিয়ে উঠে বসেন। ওই স্থানে কুরআন শরীফ রাখা ছিলো। এছাড়া মিটিংয়ে উপস্থিত শিক্ষকসহ সবার সঙ্গে তিনি খারাপ আচরণ করেন।

অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল সরদার জানান, তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, তাকে না জানিয়ে মিটিং করা হয়। তাই তিনি রাগান্বিত হন এবং চেয়ার খালি না থাকায় টেবিলের উপরে বসেন। তবে কুরআন শরিফ অবমাননা করেননি।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্তপূর্বক এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুস সালাম জানান, এ ব্যপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউ

তিব্বতে চীনের মেগা বাঁধ: ভারত ও বাংলাদেশের জন্য অশনি সংকেত

পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ

আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ

কাকরাইলে তাবলিগী কার্যক্রমে সাদপন্থিদের বিরত থাকার নির্দেশ

আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও ক্ষোভ 

সচিবালয়ে আগুনে পুড়েছে সাবেক কোন কোন মন্ত্রীর দপ্তর

বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ জব্দ

পূর্বাচলে হাসিনা পরিবারের একাধিক প্লট, দুদকের অনুসন্ধান শুরু

চাকরিচ্যুতদের আমরণ অনশন ভাঙালেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান

বাংলা একাডেমি পরিচালিত সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৬ সাহিত্যিক

জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান: এইচআরএফবি

টাঙ্গাইলে ২৭ মামলার আসামিসহ ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

৬৩৪ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন